1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩ - দৈনিক দেশেরকথা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম ইন্টারপোলে হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন ১৪০ কোটি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মেটা ৪ বিয়ে করে বিপদে বৃদ্ধ, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার মুখোমুখি সুন্দরবনের উপকূলে পানি সংকটে ধানের মাঠ শুন্য, খাল ভরাটে বোরো চাষে বিপর্যয়    উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত বরিশালবাসী, চীনের দেয়া মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালে হলে উপকৃত হবে ২২ জেলার  মানুষ  ঝালকাঠিতে কেন্দ্র সচিবসহ ৯ শিক্ষককে অব্যাহতি, ১২ পরীক্ষার্থী বহিষ্কার  কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু  ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩ রাজাপুরে উফশি আউশ চাষে ১হাজার ৯৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন বৈদেশিক মুদ্রা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে প্রবাসীরা

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩

মো. নাঈম হাসান ঈমন
  • প্রকাশ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

 23 বার পঠিত

ঝালকাঠির সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীল এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে, বাসের নিচে কেউ চাপা পড়ে আছে কি না তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী সাকুরা পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৫৪৮১) ঝালকাঠি শহর অতিক্রম করার সময় ইছানীল এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন।

উল্লেখ্য, এর আগে গত ১২ এপ্রিল একই স্থানে ইতালি পরিবহনের একটি বাস খাদে পড়ে যায়। একই এলাকায় বারবার সড়ক দুর্ঘটনার কারণে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনাপ্রবণ এই স্থানে দ্রুত কার্যকর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park