1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
ব্যাক্তির দায় পুলিশ বহন করবে না,ডিএমপি - দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০২:২৫ অপরাহ্ন

ব্যাক্তির দায় পুলিশ বহন করবে না,ডিএমপি

নিউজ ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

 69 বার পঠিত

ছাত্রলীগের দুই নেতাকে পুলিশি হেফাজতে নির্যাতনের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।

সোমবার বিকেলে মিন্টো রোডে ডিএমপি হেড কোয়ার্টার্সে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

পুলিশের এই যুগ্ম-কমিশনার জানান, নির্যাতনের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কমিটিকে দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। যার যার অপরাধ অনুযায়ী শাস্তি দেয়া হবে। ব্যক্তির দায় পুলিশ বহন করবে না বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এর আগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে দেখা করতে ডিএমপি কার্যালয়ে যান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ছাত্রলীগ সভাপতি জানান, ডিএমপি কমিশনার আশ্বস্ত করেছেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করা পুলিশের সঙ্গে ছাত্রলীগের সৌহার্দপূর্ণ সম্পর্কে কোনো ব্যত্যয় ঘটবে না।শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুই নেতাকে রাজধানীর শাহবাগ থানায় ধরে নিয়ে মারধরের ঘটনায় ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হারুন অর রশিদকে রোববার এপিবিএনে বদলি করা হয়েছে। এর আগে একইদিন সকালে রমনা বিভাগের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদকে প্রত্যাহার করা হয়।

গুরুতর আহত ছাত্রলীগের দুই নেতাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park