1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সাকিবের বিদায়,মুশফিককের ফিফটি - দৈনিক দেশেরকথা
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন

সাকিবের বিদায়,মুশফিককের ফিফটি

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

 137 বার পঠিত

ধসের মুখে দাড়িয়ে অর্ধশতক তুলে নিয়েছিলেন সাকিব আল হাসান। স্বপ্ন দেখাচ্ছিলেন বড় সংগ্রহের। তবে এরপর আর ইনিংসটা টানতে পারলেন না তিনি, ফাহিম আশরাফের শিকার হয়ে ফিরেছেন ৫৭ বলে ৫৩ করে।অথচ মুশফিককে সাথে নিয়ে অধিনায়কের মতোই খেলছিলেন তিনি। এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলের ইনিংস। শত রানের জুটিও গড়ে ফেলেছিলেন। তবে তা আর বড় হলো না। মুশফিককে রেখে সাজঘরের পথ ধরেন সাকিব।

আট ইনিংস পর ফিফটির দেখা পেয়েছিলেন। ৫৩ বল খেলে এই মাইলফলকে পৌঁছান তিনি। কোনো ছয় না থাকলেও ছিল ৭টি চার। যা তার ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম অর্ধশতক।

সাকিব ফেরায় ৫ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। দলের সংগ্রহ ৩০ ওভার শেষে ৫ উইকেটে ১৫০। মাঠে আছেন মুশফিক ও শামিম পাটোয়ারী। ফিফটি তুলে নিয়েছেন মুশফিক, যা তার ক্যারিয়ারের ৪৬তম ওয়ানডে ফিফটি।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park