50 বার পঠিত
রাজধানীর ধানমন্ডিতে আগুনে বাবা-মাসহ শিশু দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। গ্যাস লিকেজ থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর শুক্রাবাদ বাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, মোহাম্মদ টোটন (৩৫), তার স্ত্রী মোছা. নিপা আক্তার (৩০) ও তাদের ছেলে মো. বায়জিদ (৩)।
স্থানীয়রা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম বলেন, তিন বছরের শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বাবা মো. টোটনের শরীরের ৫০ শতাংশ, মা নিপার শরীরের ৩২ শতাংশ ও শিশু বাইজিদের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে।