1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
দুদিন ধরে নিজ বাড়ির গেটে  স্ত্রীসহ অবস্থান করছেন প্রবাস ফেরত যুবক - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন

দুদিন ধরে নিজ বাড়ির গেটে  স্ত্রীসহ অবস্থান করছেন প্রবাস ফেরত যুবক

মোঃ ইলিয়াস আলী
  • প্রকাশ শনিবার, ১২ নভেম্বর, ২০২২

 175 বার পঠিত

দুদিন ধরে বাড়ির মূল ফটকে স্ত্রীসহ অবস্থান করছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে রায়হান আলী (২৭) নামের এক যুবক। গতকাল শুক্রবার সকাল থেকে খড়কুটো বিছিয়ে বসে আছেন তাঁরা।

এদিকে মূল ফটক তালাবন্ধ রেখে তাঁর পরিবারের অন্য সদস্যরা বাড়ির ভেতরেই রয়েছেন। পরিবার বলছে, পরিবারের কথা না শোনা ও সম্মানহানি করার কারণে তাঁদের বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এ ঘটনা ঘটছে উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের উজিরমুনি গ্রামে। রায়হান আলী ওই গ্রামের আইজুল ইসলাম নামের কাঠমিস্ত্রির ছেলে। তিনি ৬ মাস আগে মালয়েশিয়া থেকে বাড়িতে ফিরেছেন। মালয়েশিয়ায় ৫ বছরের বেশি সময় ধরে কাজ করেছেন।

শনিবার ১২ই নভেম্বর দুপুরে সরেজমিনে দেখা যায়, রায়হান তাঁর স্ত্রীকে নিয়ে নিজের বাবার বাড়ির গেটের পাশে খড়কুটো বিছিয়ে বসে আছেন। এলাকার লোকজন তাদের দেখতে ভিড় জমাচ্ছেন।মবাড়ির পেছনের দিকে থাকা একটি ছোট দরজা দিয়ে প্রয়োজনে যাতায়াত করছেন পরিবারের অন্য সদস্যরা। এরপর সেটিও তালাবদ্ধ করে রাখছেন।

বাড়ির মূল ফটকের সামনে থাকা রায়হানের সঙ্গে কথা হলে তিনি অভিযোগ করে বলেন, ‘বিদেশে থাকাকালীন প্রতি মাসে ৪০-৫০ হাজার টাকা বাড়িতে পাঠিয়েছি। সেই টাকা দিয়ে পরিবারে সচ্ছলতা ফিরেছে। বাড়ি নির্মাণ করেছে। বাবা ও তিন ভাই বাড়ির পাশে একটি করাত কল দিয়েছে। আমি বাড়িতে ফেরার পর আমাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে দিয়েছে। শ্বশুরবাড়ি থেকে প্রায় ৫ লাখ টাকা নিয়ে সেটাও বাবাকে দিয়েছি। এখন বাবা প্রায় ৩ মাস হলো তুচ্ছ ঘটনায় স্ত্রীসহ আমাকে বের করে দিয়েছে। আর বাড়িতে উঠতে দিচ্ছে না। স্ত্রীকে নিয়ে কোথায় যাব? তাই বাড়ির গেটের সামনে অবস্থান নিয়েছি।’

রায়হানের আরও অভিযোগ, ‘বিদেশ থেকে আয় করে যখন টাকা দিয়েছিলাম, তখন আমি ভালো ছিলাম। এখন বাড়িতে ফেরার পর আমি সবার কাছে খারাপ হয়ে গেছি। গতকাল থেকে বাড়ির লোকজন মারপিট করে এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমি ও আমার স্ত্রী যাইনি।’

এদিকে রায়হানের সঙ্গে কথোপকথনের আধঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন মিঞা। তিনি জানান, এর আগেও বাবা–ছেলের মধ্যে ঝগড়া ঘটেছিল। সে সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক ধরনের মীমাংসা করে দেওয়া হয়। তবে সেটা তাদের মনঃপূত হয়নি। তবে রায়হানকে আবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ঘটনাস্থল থেকে চলে যান চেয়ারম্যান।

ভুক্তভোগী রায়হানের মা, মামা ও মামির সঙ্গে কথা হলে তারা প্রত্যেকেই অভিযোগ করে জানান, রায়হান তাদের কথা শোনেন না। তাই তাঁদের বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে ভুক্তভোগী রায়হানের বাবা আজিজুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ছেলে ও বউমাকে বাড়িতে রাখব না। এ জন্য ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ৪ শতক জমি রেজিস্ট্রি ও ১ লাখ টাকা দিয়েছি অন্যস্থানে বাড়ি করার জন্য। ছেলে আমার ও আমার বাড়ির লোকজনের সম্মান রাখেনি। ওই ছেলেকে আমি ঘরে তুলব না।’ 

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park