191 বার পঠিত
ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধিঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের তনয়া বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপির ৭৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে র্যালী আলোচনা সভা কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী এমপি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম সামছুদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার,পৌর মেয়র এবি এম আনিছুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ,জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এ এন এম শোভা মিয়া আকন্দ, আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন আকন্দ,উপজেলা যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার প্রমুখ।