155 বার পঠিত
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষনিক ভাবে স্বাভাবিক প্রসব সেবা জোরদার বিষয়ক অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) সকালে উপজেলা অডিটোরিয়াম সভাকক্ষে এই স্বাভাবিক প্রসব সেবা জোরদার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এমসিএইচ সার্ভিসেস ইউনিট দিনাজপুরের ব্যবস্থাপনায় এবং বিরামপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অবহিত করণ কর্মশালায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডাঃ মাহমুদুর রহমান, রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, দিনাজপুরের উপ-পরিচালক মমতাজ বেগম, কন্সালটেন্ট ডাঃ খাদিজা নাহিদ ইভা, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়, মেডিকেল অফিসার ডাঃ তাহেরা খাতুন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন ও মূখ্য আলোচক ছিলেন, মাতৃস্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডাঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় ইউপি চেয়ারম্যানদ্বয়, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীজন, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।