131 বার পঠিত
খুব কঠিন একটা প্রশ্ন। আসল কথা বলতে মেয়েদের মন বোঝা খুবই কঠিন। একটা কথা প্রচলিত আছে “মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফাটে না”। তো মেয়েরা অনেক কিছু বলতে চাইলেও মুখে বলতে পারে না। আপনাকে একটু অন্যভাবে বুঝে নিতে হবে। মেয়েটি আপনাকে পছন্দ করলে কিছু বিষয় উপলব্ধি করতে পারবেন। যেমনঃ মেয়েটির বেস্ট ফ্রেন্ড এর সাথে কথা বলতে পারেন, বিভিন্ন ওজুহাতে বার বার কাছে আসবে,ডাকলে নির্দ্বিধায় সাড়া দিবে, আপনার প্রতীক্ষায় থাকবে,আপনাকে ভালভাবে ট্রিট করবে, অন্য মেয়ের সাথে আপনার অন্তরঙ্গতায় ঈর্ষাকাতর হবে, আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে, আপনাকে উপলক্ষ করে সাজবে, লুকিয়ে আপনাকে দেখবে,হাতে হাত রাখলে নাও ফিরিয়ে দিতে পারে, যথেষ্ট সময় দিবে আপনাকে, পোশাকআশাকে, চলনে, বলনে পরিবর্তন আসবে, ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করবে, নিরিবিলি স্থানে বস
তে পছন্দ করবে, আপনাকে নিয়ে দূরে কোথাও যেতে অভিনন্দিত হবে, নিজের ভালোমন্দে আপনার মতামত জানতে চাইব, তার পছন্দ আপনার পছন্দের সাথে মিলে যাবে, জেনে নিবে আপনার বিশেষ দিনগুলি, আপনার অনুপস্থিতিতে আপনাকে মিস করবে, প্রভৃতি বিষয় লক্ষ করতে পারবেন।
তবে যদি আপনি ভালভাবে চোখ পরতে পারেন তাহলে তো কথাই নেই কারণ চোখ যে মনের কথা বলে।