59 বার পঠিত
চেয়ে দেখ ঐ একলা পথের ধারে দাঁড়িয়ে আছে খেজুর গাছ,
তাহা দেখে কত পথিক করে উপহাস।
নেয়না কেউ গাছের যত্ন দেয়না গোড়ায় পানি,
শত সংগ্রাম করে গাছটি বাঁচায় জীবনখানি।
গাছটি যখন ধীরে ধীরে বড় হতে থাকে,
সেই অবহেলিত গাছটির প্রতি মানুষ কত প্রত্যশা রাখে।
গাছের ফলটা দেখতে যেমন খেতেও মিষ্টি খুব,
কেউ ফল ছিড়তে আসলে গাছটি থাকে নিশ্চুপ।
আবারও বছর ঘুরে যখন আসে শীতকাল,
রসের জন্য মানুষ তখন কাটে গাছের ছাল।
তাহার রসের জন্য যখন চারিদিকে হাহাকার,
তবুও গাছটি বলেনা কিছু প্রয়োজন মনে করেনা বলার।
ফল নেওয়া রস নেওয়া শেষ হয়ে গেলে,
আবারও গাছটিকে পথের ধারে রাখে ফেলে।
জ্বালানির সংকট যদি কখোনো পড়ে কাহারো মাঝে,
অবহেলিত গাছটিই লাগে তখন জ্বালানির কাজে।
তবুও গাছটি কিছু বলেনা দেখাল সরলতা,
ফল দিয়ে,রস দিয়ে,জ্বালানি হয়ে গাছটির জীবনে স্বার্থকতা।
গাছটি যেমন করেনা কারো বিরুদ্ধে অভিযোগ দেয়না কাউকে দোষ,
ঠিক যেন এমনই খেজুর গাছের মতো আমাদের সমাজের পুরুষ মানুষ।
কবি: মোঃ রমজান হোসেন