146 বার পঠিত
ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গত ১ নভেম্বর থেকে টানা ১৬ দিন ধরে জীবন-মৃত্যুর দোলাচলে ভাসছেন তিনি।
এরই মধ্যে ঐন্দ্রিলা আজ বুধবার সকালে হার্ট অ্যাটাক করেছেন। তার শরীরে আগে থেকেই বিভিন্ন ধরনের জটিলতা ছিল। এখন রক্তচাপ অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। জানা গেছে, সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এ অভিনেত্রী। চিকিৎসকদের চেষ্টায় আপাতত সেই পরিস্থিতি থেকে কিছুটা উত্তরণ ঘটেছে।
তবে এখন অভিনেত্রীর অবস্থা বেশ সংকটজনক। ঐন্দ্রিলার ব্রেন স্ট্রোকের পর মাথায় অপরেশন করা হয়েছিল। এখন নতুন করে রক্ত জমাট বেঁধেছে।ওষুধ দিয়ে সেটা কমানোর চেষ্টা চলছে। পাশাপাশি অন্যান্য সংক্রমণও রয়েছে ঐন্দ্রিলার শরীরে। বদলে ফেলা হয়েছে অ্যান্টিবায়োটিকও। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ঐন্দ্রিলা। কয়েক সপ্তাহ ধরে তিনি সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।