202 বার পঠিত
রাজাপুর প্রতিনিধি> ঝালকাঠি -১ আসনের সাংসদ আলহাজ¦ বজলুল হক হারুনের পক্ষ থেকে রাজাপুর ও কাঠাঁলিয়া উপজেলার ১৩ হাজার অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১১ জানুয়ারি মঙ্গলবার সকালে দি প্রিমিয়ার ব্যাংকের সৌজন্য উপজেলার কানুদাসকাঠি এলাকায় (স্থানীয় সাংসদ) এর নিজ বাড়ীতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
দি প্রিমিয়ার ব্যাংকের পরিচালক ও স্থানীয় সাংসদ আলহাজ¦ বজলুল হক হারুনের পুত্র আল-নাহিয়ান হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তাব্য রাখেন,রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, রাজাপুর ইউএনও মোক্তার হোসেন,কাঠাঁলিয়ার ইউএনও সুফল চন্দ্র গোলদার ,সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা, সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম বারী খাঁন,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খলিফা,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু সহ স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ, জেলা পরিষদ সদস্য ও প্রসাশনিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় সাংসদ বজলুল হক হারুনের পুত্র আল-নাহিয়ান হারুন,মাহির হারুন সহ দুই উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।