152 বার পঠিত
খায়রুল ইসলাম পলাশ,রাজাপুরঃ ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের প্রাণকেন্দ্র
বাঘরি বাজার সংলগ্ন ধানসিঁড়ি নদীর তীরে অবস্থিত ধানসিঁড়ি রেস্তোরাঁর পক্ষ থেকে রাজাপুর ক্রিকেট একাডেমি দলকে জার্সি প্রদান করা হয়েছে। ২২ শে নভেম্বর সোমবার সন্ধ্যা ৭টার সময় ঐতিহ্যবাহী ধানসিঁড়ি রেস্তোরাঁয় রেস্তোরাঁর পরিচালক মোঃহাদিউজ্জামান (হাদিস খান ) উপস্থিত থেকে রাজাপুর ক্রিকেট একাডেমি দলের হাতে জার্সি তুলে দেন। এ সময় রাজাপুর ক্রিকেট একাডেমি দলের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
জার্সি প্রদান শেষে ধানসিঁড়ি রেস্তোরাঁর পরিচালক মো.হাদিউজ্জামান(হাদিস খান) বলেন,বর্তমান সময়ে আমাদের ছেলে মেয়েরা অনেকেই মোবাইল গেম ও মাদকের প্রতি আসক্ত হয়ে পরেছে। তাদেরকে এই ভূল পথ থেকে একমাত্র খেলাধুলাই ফিরিয়ে আনতে পারে। আমাদের ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।