এশার নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলায় খলিল উদ্দিন শেখ (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২০ মার্চ) রাতে ইউনিয়নের ভাগলপুর চর মৌকুড়ীর খানকা শরীফ এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত খলিল শেখ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ভাগলপুর মাইটকুড়া গ্রামের হাচেন শেখের ছেলে এবং পেশায় একজন কৃষক।
নিহতের মেয়ের জামাই ফরহাদ সরদার জানায়, রাত ৮টার দিকে স্থানীয় সাব্বির নামের এক কিশোর ওই এলাকার কলাবাগানের পাশ দিয়ে যাবার সময় তার শ্বশুরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। এ সময় স্থানীয়রা এগিয়ে গিয়ে দেখেন খলিল শেখ গলা কাটা অবস্থায় পড়ে রয়েছেন।
ফরহাদ আরও বলেন, তার শশুর নরম ও সাদাসিধে মানুষ ছিলেন। তার সাথে কারও শত্রুতাও ছিল না।
এদিকে, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।