165 বার পঠিত
বেসরকারী স্যাটেলাইট চ্যানেল “মোহনা টিভি”র নিউজ রুম এডিটর জেসমিন জাহান এর ঝালকাঠি সফর উপলক্ষে সাংবাদিকরা শুভেচ্ছা বিনিময় করেছে।
শুক্রবার রাত ৮টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভায় সভাপতিত্ব করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল।
অতিথিকে টেলিভিশন সাংবাদিক সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনা টিভির বরিশাল ব্যুরো প্রধান শেখ শামিম, চ্যানেলটির গাইবান্ধা প্রতিনিধি রাসেল আহম্মেদ। এসময় অন্যানের মধ্যে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন, দৈনিক দুরযাত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিয়াউল হাসান পলাশ, সময় টেলিভিশনের রিপোর্টার পলাশ রায়, টেলিভিশন সাংবাদিক সমিতির সহ সাধারণ সম্পাদক এসএম রেজাউল করিম, সাংবাদিক দিবস তালুকদার, মাসুম খান, মাসুম বিল্লাহ, শামীম হোসেন, উজ্জল হোসেন, ইলিয়াস খান , নুরুজ্জামানসহ অনেকে। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মোহনা টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি রুহুল আমিন রুবেল।