120 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি>আসন্ন ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে নীলফামারী কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এটি এম আনিছুর রহমান আনু তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আবুল কাশেমের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।
এ মানবতার আলোকবর্তিকা, মাটি ও মানুষের বর্ষিয়ান নেতা,বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ব্যক্তিত্ব,বিগত চারবারের নির্বাচিত চেয়ারম্যান এ বারে জনগণের বিপুল জনসমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্ণ আশাবাদ ব্যক্ত করেন।পরিশেষে তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।