116 বার পঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এমপি হারুনের বাড়ী কানুদাসকাঠিতে আলোচনা, মিলাদ-মাফফিল এবং দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি ইসলামী কমপ্লেক্স জামে মসজীদে আয়োজিত জাতির পিতার রুহের মাগফেরাত কামনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের উপ-পুলিশ মহা পরিদর্শক (ডিআইজি) এসএম আক্তারুজ্জামান।
দোয়াপুর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য গৃহায়ন ও গনপুর্ত মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বজলুল হক হারুন।
জুম্মার নামাজের পুর্বে স্থানীয় বিভিন্ন মাদ্রাসার প্রধান আলেম ওলামাসহ মসজীদের ইমাম ও খতিবগণ জাতির পিতার জিবনাদর্শ এবং ইসলামে মুজিবের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন।
জুম্মার নামাজের পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জ৭৫’র ১৫ আগষ্ট হত্যাকান্ডে নিহত মুজিব পরিবারের সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
শেখ মুজিবের জীবনাদর্শ নিয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদ হোসেন রিপন। এছাড়া এমপি হারুনের পরিবারের সদস্যবর্গ সহ হাজারো মুসল্লী উপস্থিত ছিলেন।