1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বরিশাল ফুটবল একাডেমি'র আত্মপ্রকাশ  - দৈনিক দেশেরকথা
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম কাল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন ড. মুহাম্মদ ইউনূস ’চুবানি ও টুস করে ফেলে’দেয়ার হুমকিতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা স্বৈরাচার পতনের চল্লিশা পালন হাতিয়ায় ২২ জেলে জীবিত উদ্ধার বৃষ্টি-বাতাসে নাকাল চুয়াডাঙ্গাবাসি পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে হাসিনা: মামুনুল হক পটুয়াখালী নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত অব্যাহ,বন্দরে সতর্ক সংকেত বহাল অন্তর্র্বতী সরকারকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র

বরিশাল ফুটবল একাডেমি’র আত্মপ্রকাশ 

এস এম রেজাউল করিম
  • প্রকাশ বুধবার, ১২ জানুয়ারি, ২০২২

 244 বার পঠিত

বরিশাল ফুটবল একাডেমি নামে একটি ক্রিড়া সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল ঢাকার স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সংগঠনের আত্মপ্রকাশ প্রকাশ ঘটে। দেশের ফুটবলের বড় পরিসরে বিশেষ ঢাকায় বরিশালের কোন ক্লাব বা একাডেমি’র অংশগ্রহণ নেই বললেই।
আসন্ন ঢাকা পাইওনিয়ার ফুটবল লীগে বরিশাল ফুটবল একাডেমি নামে একটি ক্লাব দল অংশগ্রহণ করতে যাচ্ছে। বর্তমানে উক্ত সংগঠনটির সমস্ত কার্যক্রম ঢাকা কেন্দ্রীক হলেও ভবিষ্যতে বৃহত্তর বরিশালে এর কার্যক্রম বিস্তৃত করার ইচ্ছে রয়েছে ক্লাবটির কর্মকর্তাদের। একাডেমির মূল উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিজে ফুটবলার হতে না পারলেও ফুটবলার তৈরির জন্য কাজ করতে চান।
বরিশাল ফুটবল একাডেমির আত্মপ্রকাশের দিন আসন্ন ঢাকা পাইওনিয়ার ফুটবল লীগকে সামনে রেখে একাডেমির গভর্নিং বডি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী বরিশালের কৃতি সন্তান সৈয়দ রিয়াজুল করিম। যিনি দেশের অন্যতম পুরানো ক্লাব দিলকুশা স্পোর্টিং ক্লাবের সভাপতি হিসেবে রয়েছেন। পাশাপাশি কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন ক্রীড়া সংগঠক শাজাহান মিয়া। আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রায় শ’খানেক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর, সদস্য সচিব ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মাইনু, দিলকুশা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সালাউদ্দীন রতন, চলচ্চিত্র অভিনেতা নজরুল ইসলাম কাবিলা, ক্রীড়া সাংবাদিক শফিকুল শামীম, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সহ-সভাপতি আব্দুল বারী মানিক, এফসি ব্রাহ্মণবাড়িয়া দলের সভাপতি টিএম শওকত আলী মোস্তফা, ঢাকা মহানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সোহাগ, ডাঃ আল আমিন বিশ্বাস, হাসান পাটোয়ারী, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন যুবায়ের, ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম প্রধান, ক্রীড়া সংগঠক নুরুল ইসলাম চৌধুরী নুরু, ৯নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক সাহেব আলী আকন।
সভায় বরিশাল ফুটবল একাডেমির আত্মপ্রকাশ উপলক্ষে শুভ কামনা জানিয়ে অনেকেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। বক্তারা আসন্ন ঢাকা পাইওনিয়ার ফুটবল লীগে শক্তিশালী দল গঠন করার জন্য সবাই পাশে থেকে সাহায্য সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
বরিশাল ফুটবল একাডেমির পক্ষ হতে গর্ভনিং বডির চেয়ারম্যান সৈয়দ রিয়াজুল করিম ও সভাপতি শাজাহান মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ক্রেষ্ট প্রদান করা হয়। আমন্ত্রিত অতিথিদেরকে সুদৃশ্য লোগো সম্বলিত মগ ও নতুন বছরের ক্যালেন্ডার উপহার প্রদান করা হয়। আমন্ত্রিত সকলকে নৈশভোজ করানো হয়।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park