276 বার পঠিত
এই সময়ের জনপ্রিয় গীতিকার সুরকার ও কন্ঠ শিল্পি এবি বাবুর কন্ঠে “তুইতো বন্ধু মানুষ ভালা না” শিরোনামে আসছে অসাধারণ একটি গান, গানটি কলকাতা থেকে প্রকাশ করা হবে। গানটির সংগীত করেছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত পরিচালক জামি-উল হাসান জামি।
গানটি নিয়ে সংগীত পরিচালক জামি-উল হাসান জামি প্রতিবেদক রবিন খান কে বলেন,এবি বাবু খুব সুন্দর কথামালা সাজিয়েছেন ও সুর করেছেন,আশা করা যায় গানটি সবার মনে জায়গা করে নিবে গানটি নিয়ে মতামত জানতে চাইলে এবি বাবু বলেন- প্রথমবার এর মত কলকাতা থেকে প্রকাশ হচ্ছে, আমার লেখা সুর ও কন্ঠে “তুইতো বন্ধু মানুষ ভালা না” গানটি আশা করি সবার গানটি ভালো লাগবে।
গানটির মডেল পূজা সাহা। গানটি আয়োজন করেছেন এই সময়ের জনপ্রিয় মিউজিক ডিরেক্টর অন্তর হাসান। গানটি মুক্তি পেয়েছে “পূজা সাহা অফিশিয়াল” থেকে।