123 বার পঠিত
রিয়াজুল ইসলাম বাচ্চু> ঝালকাঠি জেলা জাতীয় পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঝালকাঠি কলেজ রোডস্থ চড়ুইভাতি কমিউনিটি সেন্টারে জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল আলম হাবুল।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক জেলা সভাপতি মোঃ বজলুর রহমান, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলীম, কেন্দ্রীয় কমিটির সদস্য আঃ জলিল। এছাড়াও জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন তালুকদার, একেএম বেলায়েত হোসেন, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মোঃ ইউনুস হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব সংহতির জেলা সভাপতি সৈয়দ আবু শহীদ। বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গণতন্ত্র হরণ, ভোটবিহীন নির্বাচনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বন্ধী আলেম ওলামাদের মুক্তি ও জুলুম নির্যাতন বন্ধ করে সরকারকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবি জানান।