260 বার পঠিত
কাশ্যে না বললেও অনন্যা পাণ্ডে আর আদিত্য রায় কাপুরের প্রেমের এ খবর নতুন নয়। বিভিন্ন জায়গায় একসঙ্গে ফ্রেমবন্দি হচ্ছেন দুজনেই। কর্ণ জোহরের শো-তে এসে নিজেদের সম্পর্ককে উড়িয়ে না দিলেও প্রকাশ্যে স্বীকারও করেননি তারা। এই গুঞ্জনের মধ্যেই এবার পরিবারে নতুন অতিথি আসার খবর দিলেন অনন্যা। অনন্যার ইনস্টাগ্রামে এক পোস্ট থেকে নতুন অতিথি আসার খবর জানা যায়এই নতুন সদস্য আসার খবরে ইতোমধ্যেই হইচই পড়ে গেছে চাঙ্কির পরিবারে। আর ভক্ত-অনুরাগীদের মধ্যে গুঞ্জন, বিয়ের আগেই মা হতে চলেছেন অনন্যা? ব্যাপারটা একটু খোলাসা করে বলা যাক।
আসলে মা হতে চলেছেন অনন্যার খুড়তুতো বোন অলন্যা পাণ্ডে। সামাজিক মাধ্যমে সেই খবর শেয়ার করতেই, খুশিতে ডগমগ হবু খালা অনন্যা। গত বছর মার্চে নেটপ্রভাবী আইভর ম্যাকক্রের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অলন্যা। বিয়ের বছর ঘোরার আগেই মা হচ্ছেন অলন্যা। আর খালা হতে চলেছেন অনন্যা। গতকাল বুধবার নিজের মা হওয়ার খবর জানিয়ে অলন্যা ইনস্টাগ্রামে লেখেন, ‘আমরা এখনই তোমাকে ভালবাসি! কবে যে তোমার সঙ্গে দেখা করব আর অপেক্ষা করতে পারছি না।’দিদির পোস্টে মন্তব্য করে অনন্যা লেখেন, ‘আমি আর অপেক্ষা করতে পারছি না। ছোট্টটার সঙ্গে কবে দেখা হবে? খুব খুশি আমি খালামনি হতে চলেছি। অনেক শুভেচ্ছা।’
এদিকে অনন্যা ও আদিত্যর বাড়ি থেকে তাদের প্রেম নিয়ে কোনো আপত্তি নেই। দুই পরিরাবের লোকজনই চাইছেন এই প্রেমের পরিণতি যেন ছাদনাতলায় ঘটে। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক চললে চলতি বছরের শেষের দিকে বাগদানও সারবেন অনন্যা ও আদিত্য। তবে বিয়ের খবর রটলেও তারা কিন্তু চুপ!