91 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি>”মা ও শিশুর মৃত্যু ঝুঁকি কমান হাসপাতালে নিরাপদ মাতৃত্ব বাড়ান” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় গর্ভবতী মায়েদের প্রাতিষ্ঠানিক (হাসপাতালে) ডেলিভারির জন্য উৎসাহ প্রদান ও উপহার বিতরন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুম এ সভা অনুষ্ঠিত হয়।কিশোরগঞ্জ এপির প্রোগ্রাম অফিসার সানজিদা আনসারীর সঞ্চালনায়,সভায় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদ,এপি ম্যানেজার পিকিং চাম্বুগং,এপির প্রোগ্রাম অফিসার মিন্টু বিশ্বাস,নেলসন সরেন,স্বপন কিসপট্টাসহ গর্ভবতী মায়েরা প্রমুখ।
এসময় স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদ গ্রামীণ গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সু-রক্ষায় কাজ করা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে গর্ভবতী মায়েদের প্রসব পূর্ববর্তী এবং প্রসব পরবর্তী বাসায় গিয়ে সেবা,প্রতি মাসে শিশুদের ওজন মাপার সেশন এবং গর্ভবতী মায়েদের প্রাতিষ্ঠানিক ডেলিভারীর জন্য উৎসাহ প্রদান বিষয়ক কার্যক্রমের ভুয়সি প্রশংসা করেন।