271 বার পঠিত
গগন সাকিব বর্তমান সময়ের বহুল আলোচিত ভাইরাল কণ্ঠশিল্পী। শুধু কণ্ঠশিল্পী বললে ভুল হবে। কেননা, তিনি একাধারে – গীতিকার, সুরকার, স্টেজ পারফর্মার,অভিনেতা,মডেল,স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর, কনটেন্ট ক্রিয়েটর। এমনকি তিনি ৬ লাখ ৭০ হাজার সাবসক্রাইবার এর চ্যানেলের মালিকও বটে।
এই মেধাবী তরুন শিল্পী টানা ৩ বছর” সামসুল অফিসিয়াল” নামক চ্যানেলে কাজ করেছেন। কিন্তু ৩ বছর পর, সামসুল অফিসিয়াল চ্যানেলের বাহিরেও তিনি কাজ করা শুরু করেছেন। এই ঈদে বিভিন্ন চ্যানেল থেকে গগন সাকিব এর গান পাবে ভিউয়ার্সরা। এমনকি তার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকেও আসবে “বুক ফাটিয়া কস্ট ঝরে” শিরোনাম এর গানটি।
বর্তমান প্রজন্মের তরুণ তরুণীদের মনের খোরাক ও রাতের ঘুমের ঔষধ হলো গগন সাকিব এর গান। বলা যায়, গগন সাকিব নামক নেশায় আসক্ত হয়ে পড়ছে তরুন প্রজন্ম।
প্রতিবেদন রবিন খান কে কণ্ঠশিল্পী গগন সাকিব জানান, আমি সব সময় চেষ্টা করি স্তোতাদের ভালো কিছু উপহার দিতে হোক ভালো গান বা অভিনয়, তিনি যেন আরো ভালো কাজ উপহার দিতে পারেন এজন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।