72 বার পঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি> খাগড়াছড়িতে সরকার পদত্যাগের পরে বিজয় উল্লাসে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে বিএনপি সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষের ঢল নামে। বিকেলে খাগড়াছড়ি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শাপলা চত্বরে এসে শ্লোগানে শ্লোগানে আনন্দ উল্লাসে রাজপথ মুখরিত করে তোলে।
এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন.আবছার ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে। একই ভাবে সাবেক পৌর মেয়র রফিকুল আলম ও সংহতি প্রকাশ করেছে।
শেষে সন্ধ্যায় খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল বৈষম্যবাদী ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে। বক্তব্য রাখেন, তোমরা উল্লাস করো, কিন্তু ভাঙচুর না করার পরামর্শ দেশ।
এসময় ছাত্র জনতা হাত তুলে সেনা বাহিনীর প্রতি পূর্ণ সমর্থন জানান।