108 বার পঠিত
নাটোরের নলডাঙ্গায় পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অন্যার মধ্যে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, শিক্ষার্থী সহ প্রমূখ।
ইউএনও বক্তব্যে বলেন, সাক্ষরতা এখন শুধু স্বাক্ষর আর লিখতে পড়তে পারার মধ্যে সীমাবদ্ধ নেই, সাক্ষরতা মানে শিক্ষার্থীদের বদঅভ্যাস পরিবর্তনের শিক্ষা, ভালো মানুষ হওয়ার শিক্ষা, পরোপকারী হওয়ার শিক্ষা, মানুষের জন্য নি:স্বার্থ ভাবে কাজ করে যাওয়ার শিক্ষা দেয়া। আমরা সবাই যদি নিজেদের সন্তান ও শিক্ষার্থীদের যদি এসকল শিক্ষা দেয়ার মাধ্যমে নিজের নাগরিক কর্তব্য পালন করতে পারি তবেই আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের সফলতা আসবে।