126 বার পঠিত
কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির ৩৭ জন নেতা-কর্মী বাংলাদেশ আ.’লীগে যোগদান করেন। বুধবার রাতে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত,নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন কিশোরগঞ্জ উপ-কমিটির আয়োজনে ওই শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি পদে দেওয়ান মুজিব উদ্দৌলা জকির মোটর মার্কার নির্বাচনী পথসভায় তারা এ যোগদান করেন।
সদর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ এর সভাপতিত্বে, জেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহাম্মেদের হাতে ফুল দিয়ে সদর ইউনিয়নের বাজেডুমুরিয়া গ্রামের জাহেদুলসহ বিভিন্ন ইউনিয়নের ৩৭ জন নেতা- কর্মী দলটিতে যোগদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দেওয়ান মুজিব উদ্দৌলা জকি,উপজেলা আ.লীগের সভাপতি জাকির হোসেন বাবুল,সাবেক সাংগঠনি সম্পাদক রফিকুল ইসলাম সাজু, উপজেলা শাখার জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আশুতোষ রায় সিংহ লক্ষণ, সদস্য সচিব হিজবুল্লা রহমান ডালিম,বাহাগিলী ইউনিয়নের আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান আতাউর রহমান শাহ্ দুলুসহ বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।