213 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি>জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর স্মরণে নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে রণচন্ডী কুটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বালক দল-১-০ গোলে নিতাই বাড়ি মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকেএবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে নিতাই মুশরুত পানিয়াল পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল-১-০গোলে মাগুরা খিলালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই- আলম সিদ্দিকী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু,উপজেলা আ’লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল,বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আখতার,সহকারী শিক্ষা অফিসার মোতাহার হোসেন প্রমুখ।