160 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি> নীলফামারীর কিশোরগঞ্জে বৈদ্যুতিক শর্টসাকির্টের অগ্নিকান্ডে তিনটি হতদরিদ্র পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই। বুধবার সকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ডুমুরিয়া তেলীপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। সরেজমিনে জানা যায়,ওই গ্রামের জামেদা বেওয়ার বসতঘরে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
এসময় আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে জামেদা বেওয়া ,আশরাফ আলী,আকবার আলীরসহ তিনটি পরিবারের বসতবাড়িতে গচ্ছিত নগদ অর্থ, মালামাল, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
পরে জলঢাকা ফায়ার সাভির্সের ইউনিট দল ঘটনাস্থল পৌছে স্থানীয়দের সহাতায় আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্থ পরিবার গুলো জানায় এতে তাদের প্রায় ৩লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। ওই পরিবারের জামেদা বেওয়ার গচ্ছিত ৩০হাজার ,আশরাফ আলীর ৫০ হাজার টাকা পুড়ে যায় বলে জানান। জলঢাকা ফায়ার সাভির্সের ষ্টেশন অফিসার রিফাত আল -মামুন অগ্নি-দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান।