261 বার পঠিত
মহান রবের ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সরকার (৭৫)। সোমবার (৩০ মে) বিকেলে চন্দ্রগঞ্জ ন্যাশনাল হাসপাতালে শেষ নিঃশাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
এই বর্ষীয়ান রাজনীতিবিদ দীর্ঘদিন যাবত বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। দীর্ঘদিন যাবত নোয়াখলা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। প্রায় এক যুগ ধরে ইউনিয়ন পরিষদের নির্বাচিত ওয়ার্ড সদস্য ছিলেন। সিংবাহুড়া গার্লস একাডেমি, বিভিন্ন সামাজিক সংগঠন সহ ঐতিহ্যবাহী সিংবাহুড়া শাহী ঈদগা কমিটিতে বিভিন্ন দায়িত্ব পালন করেন।
বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেন, নোয়াখালী জেলার চাটখিল উপজেলা নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া হাজি বাড়ির বাসিন্দা।
মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদা শেষে সকাল ১০ টায় জানাযা শেষে নিজ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে মরহুমের স্ত্রী, চার পুত্র ও দুই কন্যা সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।