1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
বাকৃবিতে বাংলাদেশ-নেপালের কৃষির উন্নয়নে যৌথ কর্মশালা - দৈনিক দেশেরকথা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের দাফন সম্পন্ন বিনিয়োগ প্রচার সংস্থাকে এক ছাতার নিচে আনার নির্দেশ: প্রধান উপদেষ্টা মোরেলগঞ্জ দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি শার্শায় ৪৬তম জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সজীব ওয়াজেদ জয়ের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শীতের পিঠার হাট : বেনাপোল-শার্শায় শীতের পিঠা খাওয়ার ধুম কিশোরগঞ্জে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে সমাবেশ ও ৩৫৩০ জন শিশুর মাঝে ব্যাগ-কলম বিতরণ মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ক্ষমতাবানকে প্রশ্ন করা সাংবাদিকের কাজ: প্রেস সচিব শফিকুল আলম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ট্রাম্পের আমন্ত্রণ

বাকৃবিতে বাংলাদেশ-নেপালের কৃষির উন্নয়নে যৌথ কর্মশালা

বাকৃবি প্রতিনিধি
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

 120 বার পঠিত

বাংলাদেশ-নেপালের কৃষির উন্নয়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০টায় কৃষি অনুষদের সম্মেলন কক্ষে “উন্নয়ন দক্ষতা এবং কর্মসংস্থানের সম্পর্ক: বাংলাদেশ এবং নেপালে উন্নত প্রযুক্তি ভিত্তিক শহর এবং এর আশেপাশে উদ্যান কৃষি” শীর্ষক প্রকল্পের কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

প্রকল্পটি অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের ‘ফিড দ্যা ফিউচার ইনোভেশন ল্যাব ফর হর্টিকালচার’ ও ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড)। প্রকল্পের প্রধান পরিদর্শক হিসেবে আছেন অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদীন। 

প্রধান অতিথির বক্তব্যে নেপাল রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, নেপাল ও বাংলাদেশের মানুষের আশা, প্রত্যাশা, প্রতিকূলতা ও সম্ভাবনা একই রকমের। নেপাল ও বাংলাদেশের চমৎকার আন্তর্জাতিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের মধ্যে শিল্প, বাণিজ্য, যোগাযোগ, শিক্ষা ও কৃষিতে আরো উন্নয়ন করা সম্ভব। এছাড়া বাংলাদেশ ও নেপালের  মধ্যে বন্ধুত্বপূর্ণ ও বহুমুখী সম্পর্ক রয়েছে।

এসময় রাষ্ট্রদূত নেপালের প্রেক্ষাপটে শহর ও এর আশেপাশে ফল ও সবজি চাষের অবস্থা, সম্ভাবনা ও প্রতিকূলতা সম্পর্কে আলোচনা করেন।

প্রকল্পের কো. পি. আই অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদীন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছরই আমাদের জমির পরিমাণ কমে যাচ্ছে। তাই শহর ও এর আশেপাশের জায়গাগুলোতে ফল ও সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও নেপালে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। দেশের নারী ও যুব সমাজকে এই প্রকল্পের আওতায় এনে কর্মসংস্থান সৃষ্টি হবে। নেপালের চারটি অঞ্চল ও বাংলাদেশের তিনটি অঞ্চলে প্রকল্পটি চালু রয়েছে। ১লা মার্চ ২০২৩ থেকে শুরু হওয়া এই প্রকল্প দেশের ঢাকা ময়মনসিংহ ও খুলনা বিভাগে চালু রয়েছে যা ৩১ আগষ্ট ২০২৬ পর্যন্ত চলমান থাকবে।

এ সময় নেপালের এগ্রিকালচার এন্ড ফরেস্ট্রি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কল্যাণী মিশ্র ত্রিপাঠী নেপালে প্রকল্পটির অগ্রগতি সম্পর্কে বিস্তারিত বলেন।

বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীর পৃষ্ঠপোষকতায় ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন নেপাল রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী, আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রের বাংলাদেশ প্রতিনিধি ড. হুমনাথ ভান্ডারী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মাহফুজা বেগম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক আবু মোঃ এনায়েত উল্লাহ।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park