1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
ইবিতে ৭ই মার্চ উপলক্ষ্যে সাদ্দাম হল ও শাখা ছাত্রলীগের রক্তদান কর্মসূচি - দৈনিক দেশেরকথা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের দাফন সম্পন্ন বিনিয়োগ প্রচার সংস্থাকে এক ছাতার নিচে আনার নির্দেশ: প্রধান উপদেষ্টা মোরেলগঞ্জ দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি শার্শায় ৪৬তম জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সজীব ওয়াজেদ জয়ের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শীতের পিঠার হাট : বেনাপোল-শার্শায় শীতের পিঠা খাওয়ার ধুম কিশোরগঞ্জে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে সমাবেশ ও ৩৫৩০ জন শিশুর মাঝে ব্যাগ-কলম বিতরণ মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ক্ষমতাবানকে প্রশ্ন করা সাংবাদিকের কাজ: প্রেস সচিব শফিকুল আলম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ট্রাম্পের আমন্ত্রণ

ইবিতে ৭ই মার্চ উপলক্ষ্যে সাদ্দাম হল ও শাখা ছাত্রলীগের রক্তদান কর্মসূচি

মোঃ হাছান
  • প্রকাশ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

 546 বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা । এ সময় প্রায় ৩০ জন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করেন।

বৃহস্পতিবার ( ৭ই মার্চ) বেলা এগারো ঘটিকা থেকে রবীন্দ্র নজরুল কলা ভবনের পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ মিনার প্রাঙ্গণে এ রক্তদান কর্মসূচি শুরু হয়। প্রথমেই শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এ কর্মসূচি শুরু করেন। তারপর সাধারণ শিক্ষার্থীরা একে একে রক্তদান করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের নেতাকর্মী সামিউল, মাসুদ, জিহাদ, শুভ সহ অন্যান্য নেতাকর্মীরা। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি বলেন, ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশাল জনসমুদ্রে মাঝে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। যার বিনিময়ে আজ আমরা এ স্বাধীন দেশটা পেয়েছি। প্রতিবছর আমরা চেষ্টা করি এ দিনে শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে রক্তদান কর্মসূচি পালন করার।

ইসলামী বিশ্ববিদ্যালয় হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের রক্তদান কর্মসূচির বিষয়ে সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আমাদের জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দিনে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন যাতে লাখো বাঙালি ঐক্যবদ্ধ হন এবং স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়েন। মূলত জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহিদ মুক্তিযুদ্ধাদের স্মরণে আমাদের এ রক্তদান কর্মসূচি। 

প্রসঙ্গত, আজ ঐতিহাসিক ৭ মার্চ এ দিনে বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের জন্য ১৯৭১ সালে সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।

 

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park