334 বার পঠিত
নিজস্ব প্রতিবেদন> নারায়ণগঞ্জ থেকে সানারপাড় সড়ক, শহরের পঞ্চবটি থেকে জামতলা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক এবং মুসলিমনগর থেকে নরসিংপুর পর্যন্ত বেড়েছে ছিনতাইকারীদের উৎপাত। আগে থেকেই এ ধরনের ছিনতাই চলতে থাকলেও মাঝখানে কিছুদিন বন্ধ ছিল ছিনতাইকারীদের দৌরাত্ম্য। কিন্তু এখন আবারো নতুন করে পুরোদমে শুরু হয়েছে ছিনতাই। শুধু ছিনতাই করেই এখন ক্ষান্ত হয় না ছিনতাইকারীরা। একই সাথে আক্রান্তদের ছুরিকাঘাত করা, তাদের মারধর করা এমনকি হত্যা করার মত রোমহর্ষক ঘটনাও ঘটছে। চলতি মাসে সংঘটিত এমন কয়েকটি ছিনতাইয়ের ঘটনা আতংকে ফেলে দিয়েছে নারায়ণগঞ্জের এ তিনটি সড়কে চলাচল করা সাধারণ মানুষকে।
জানা যায়, কিছুদিন পূর্বে রোহান নামের একজন শিক্ষার্থীকে সানারপাড় সড়কের ধার থেকে কয়েকজন ছিনতাইকারী জীম্মি করে তার মোবাইল ও সাইকেল ছিনিয়ে নেয়, শারীরিক ভাবে নির্যাতন করে এবং গলায় ছুরি ধরে ২ লক্ষ টাকা দাবি করে। নাহলে সেই শিক্ষার্থীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। যদিও এ ঘটনায় পরে আর মামলা বা জিডি কিছুই করেননি ওই শিক্ষার্থীর পরিবার। কারণ মামলা জিডি করে বাড়তি পুলিশি ঝামেলায় তিনি জড়াতে চাননি।
গতকাল সকাল ১১টার দিকে এমন এক ঘটনার সম্মুখীন হয়েছিলেন নাঈম নামের আরেক শিক্ষার্থী । নারায়ণগঞ্জ থেকে জামতলা হয়ে ফেরার পথে তাকে মিশুক রিক্সায় জিম্মি করে গলায় ব্লেড ধরে তার থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে তাকে পথিমধ্যে ফেলে রেখে যায় ছিনতাইকারীরা। ঘটনার কিছুক্ষণ পর সে পুলিশ জানালে পুলিশ কর্মকর্তা বলেন নিকটস্থ কোন থানায় তাকে লিখিত অভিযোগ দায়ের করতে।
পঞ্চবটি থেকে চাষাড়া রোডের মিশুক চালক মো. বাদশাহ জানান, তিনি দীর্ঘ দশক ধরে এ সড়কে মিশুক রিক্সা চালান কিন্তু তার যে সকল পরিচিত গাড়ি রয়েছে সেগুলি এ ধরনের ঘটনার সাথে জড়িত হয় না। মূলত পাগলা, পোস্তগোলা ও সিদ্বিরগঞ্জ মিশুক রিক্সা, অটো ও সিএনজিগুলো সাময়িক সময়ের জন্য এখানে গাড়ি চালাতে এসে এসব ঘটনা ঘটিয়ে চলে যায়।
তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, নারায়ণগঞ্জ শহরের নরসিংপুর, মুসলিমনগর, পঞ্চবটি ও জামতলা এলাকায় মাদক কারবারিদের দৌরাত্ম্য বেড়েছে পূর্বের তুলনায় । মাদকাসত্ত হওয়ার কারণে যথাসময় টাকার অভাব মাদকসেবীরা ছিনতাইকারী রুপ ধারণ করে।
নারায়ণগঞ্জ সদর ৩নং ওয়ার্ড এর জনপ্রতিনিধি শামিম আহমেদ বলেন, আমার ওয়ার্ডে কয়েক বছরে কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। শুধু ছিনতাই না যে কোনো ধরনের অপরাধ আমার ওয়ার্ডে সবচেয়ে কম হয়। মেম্বর হিসেবে আমার ওয়ার্ডে কোনো ধরনের অপরাধ আমি মেনে নেব না। তবে সাম্প্রতিক সময়ে কোন ঘটনা ঘটে থাকলে তা আমি খতিয়ে দেখব।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক বলেন, শুনেছি সাম্প্রতিক সময়ে ছিনতাইকারীদের উপদ্রব বেড়েছে। আমরা চেষ্টা করিছি ছিনতাইকারীদের ধরার জন্য । নাঈম নামের শিক্ষার্থীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেলে অবশ্যই তদন্ত করব।