1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
ঝালকাঠিতে স্থানীয়দের বাধায় স্বর্ণের দোকানে ডাকাতির চেস্টা ব্যার্থ - দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম রায়পুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা জামালপুরে আদালত চত্বরে আইনজীবী ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া । গলাচিপায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে বর্ণাঢ্য  রেলি  ও আলোচনা।  দেশের চলমান নারী ও শিশু নির্যাতন বৃদ্ধিতে লফস এর উদ্বেগ ঝালকাঠির কেওড়া ইউনিয়নে ব্রিজের উপর কাঠের পাটাতন ৫গ্রামের মানুষের যাতায়াত মাগুরায় শিশু ধর্ষণ, গভীর রাতে শুনানি ৪ আসামি রিমান্ডে ঝালকাঠিতে স্থানীয়দের বাধায় স্বর্ণের দোকানে ডাকাতির চেস্টা ব্যার্থ রায়পুরে ইফতারে সময় পানিতে পরে মৃত্যু কাইয়ুমের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৬ই জুলাই শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার চান শিক্ষার্থীরা শ্বশুরের দেয়া টাকা আনতে গিয়ে ট্রাক্টরের আঘাতে প্রাণ গেলো দুই বন্ধুর

ঝালকাঠিতে স্থানীয়দের বাধায় স্বর্ণের দোকানে ডাকাতির চেস্টা ব্যার্থ

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশ রবিবার, ৯ মার্চ, ২০২৫

 31 বার পঠিত

ঝালকাঠি শহরের জুয়েলারি ব্যবসার জন্য পরিচিত ডাক্তার পট্রিতে রবিবার সন্ধ্যায় স্থানীয় জনগণের বাধায় ডাকাতির চেস্টা ব্যার্থ হয়েছে। ইফতার চলাকালে ঠিক সন্ধ্যা ৬.৩০ মিনিটের সময় একদল মুখোশধারী পিকআপ ভ্যান ও মোটরসাইকেলযোগে এসে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃস্টি করে। মুহুর্তের মধ্যে এলাকা ধোয়াচ্ছন্ন হয়ে পড়ে। ধোয়ার মধ্যেই স্থানীয় বাসিন্দারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে মুখোশধারীরা পিকআপ নিয়ে ফায়ার সার্ভিস মোড়ের দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় জনগণের মধ্যে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাক্তারপট্রিসহ শহরের বেশ কিছু এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। ঝালকাঠি থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, যখন সবাই ইফতারে ব্যস্ত ছিল তখন একদল মুখোশধারী দুস্কৃতিকারী শহরের স্বর্ণের দোকানের জন্য বিখ্যাত ডাক্তারপট্রিতে ককটেল জাতীয় কিছুর বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃস্টি করে।

খবর পেয়ে ঘটনার সাথে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পুলিশ-জনতার সম্মলিতি প্রচেস্টায় দুস্কৃতিকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়। ওসি আরও বলেন, অপরাধীদের সনাক্ত করে গ্রেফতারের চেস্টা চলছে। খবর পেয়ে সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুস্কৃতিকারীদের প্রতিরোধের সময় স্থানীয় প্রণব কুমার নাথ ভানু (৫৮) মাহমুদুল হাসান আদিল (৪০) ও মানিক (৩৫) আহত হয়েছে।

তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। উজ্জল গিনি হাউজের মালিক উজ্জল কর্মকার বলেন, ঝালকাঠির ডাক্তার পট্রিতে গত দশ বছরে একাধিকবার সন্ধ্যার পরে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। তাই আমরা সন্ধ্যার সময় সতর্ক থাকি। সন্ধ্যার আগেই অনেক ব্যবসায়ী মালামাল বাসায় নিয়ে যায়। আমিও আজ স্বর্ণ বাসায় নিয়ে রেখেছি। কিন্তু সবাইতো আর রাখে না।

সন্ধ্যার সময় রাস্তা ফাকা থাকার সুযোগ নিতে চেয়েছিল ডাকাতরা। কিন্তু বোমার শব্দ শুনে লোকজন ভয় না পেয়ে উল্টো রাস্তায় নেমে আসে এবং ডাকাতরা পালিয়ে যেতে বাধ্য হয়। ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, এটা ডাকাতির চেস্টা না অন্য কিছু তা তদন্ত করে বের করবে পুলিশ। আমার কাছে মনে হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ এটা প্রমান করার জন্য একটি মহল কাজ করছে। এটা তাদেরই কাজ হতে পারে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park