46 বার পঠিত
ঝালকাঠিতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, নির্বাচনীয় রোডম্যাপ ঘোষণা,পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত এর অপচেষ্টা মোকাবেলা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ বিভিন্ন জনদাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত ঝালকাঠি জেলার সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্ব এবং জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেনের সঞ্চালনায় সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. মো: জয়নুল আবেদীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটি ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, নির্বাহী কমিটির সদস্য জীবা আমিনা আল গাজী, নির্বাহী কমিটির সদস্য ও ঝালকাঠি জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক হায়দার আলী লেলিন, সহকারী অ্যাটর্নি জেনারেল আসগর আলী ফকির সহ জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. মো: জয়নুল আবেদীন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যেশ্যে বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের চেষ্টা কেউ করবেন না। এছাড়াও তিনি দ্রুত নির্বাচনের দাবি জানান।
ঝালকাঠি জেলা ছাত্রদলের সদস্য সরদার গোলাম রাব্বির নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে জেলা সমাবেশে যোগদান করেন জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সমাজসেবা বিষয়ক সম্পাদক রাতুল ইসলাম মুন্না, জেলা ছাত্রদলের সদস্য সার্ভেয়ার মোঃরুবেল, মো:টিপু তালুকদার, হাফিজ প্রমুখ।