1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
গোপালগঞ্জ–৩ আসনের মনোনয়নপত্র জমা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - দৈনিক দেশেরকথা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম কিশোরগঞ্জে প্রকৃতিকে রক্ষা  ও  ইংলিশ দক্ষতা  বিষয়ক তিন দিনের মৌলিক প্রশিক্ষণ  অনুষ্ঠিত   নৃন্যতম ৪০ শতাংশ ভোট না পড়লে ফের নির্বাচন: সংস্কার কমিশন রাজনীতি মুক্ত পুলিশ গড়ার কাজ চলছে- আইজিপি রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের দাফন সম্পন্ন বিনিয়োগ প্রচার সংস্থাকে এক ছাতার নিচে আনার নির্দেশ: প্রধান উপদেষ্টা মোরেলগঞ্জ দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি শার্শায় ৪৬তম জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সজীব ওয়াজেদ জয়ের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শীতের পিঠার হাট : বেনাপোল-শার্শায় শীতের পিঠা খাওয়ার ধুম কিশোরগঞ্জে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে সমাবেশ ও ৩৫৩০ জন শিশুর মাঝে ব্যাগ-কলম বিতরণ

গোপালগঞ্জ–৩ আসনের মনোনয়নপত্র জমা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

 111 বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গোপালগঞ্জ–৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির সভাপতি ও ।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেন শেখ কবির হোসেন। গত শনিবার মনোনয়নপত্র বিতরণ শুরুর দিনই আওয়ামী লীগ সভাপতি মনোনয়নপত্র নিয়েছিলেন।

টুঙ্গিপাড়া–কোটালিপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ–৩ আসন থেকে নির্বাচন করতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর উত্তরসূরি হিসেবে এই আসনটি থেকে নির্বাচনে লড়ে আসছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা।

এখন পর্যন্ত এই আসনটি থেকে শেখ হাসিনা কখনোই নির্বাচনে পরাজিত হননি। তাঁর বিপরীতে যারা প্রার্থী হয়েছিলেন তাদের জামানত বারবার জব্দ হয়েছে। আওয়ামী লীগের মনোনয়ন এখনো চূড়ান্ত না হলেও ধারণা করা হচ্ছে, এবারও শেখ হাসিনাই এই আসনে দলটির মনোনয়ন পাবেন।

এদিকে গত চারদিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ৩৩৬২ জন। ফরম বিক্রি করে ১৬কোটি ৮১ লাখ টাকা আয় হয়েছে বলে জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। শেষ দিন মনোনয়ন সংগ্রহ ও জমা দিতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ছিল দীর্ঘ লাইন। এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।

এর আগে গত শনিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিন ১ হাজার ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দ্বিতীয় দিন রবিবার ১ হাজার ২১২টি বিক্রি করা হয়। তৃতীয় দিন সোমবার বিক্রি হয়েছে ৭৩৩টি।

গত বুধবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ভোট হচ্ছে আগামী ৭ জানুয়ারি।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park