202 বার পঠিত
উজিরপুর প্রতিনিধি>বরিশালের উজিরপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চলছে পাড়া মহল্লায় আলোচনা কর্মি সমর্থকদের প্রচারনায় মুখর উজিরপুর।
প্রধান রাজনৈতিক দল বিএনপি জাতীয় নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষনা দিয়ে কর্মি সমর্থকদের সতর্ক করেছে বিএনপির হাইকমান্ড।
চতুর্থ ধাপে ৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামীলীগের ৪ জন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে এলাকায় প্রচার করতে দেখা গেছে পাশাপাশি জাসদের (আম্বীয়া ) ১ জন সহ মোট ৫ জন প্রচারণায় অংশ নিতে দেখ গেছে।
এই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রচার প্রচারণায় যারা আলোচনায় রয়েছেন তারা হলেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক বরাকোঠা ইউপি চেয়ারম্যান জেলা পরিষদ সদস্য এসএম জামাল হোসেন, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উজিরপুর উপজেলা পরিষদ বর্তমান চেয়ারম্যান উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাবেক সাধারন সম্পাদক আব্দুল মজিদ শিকদার বাচ্চু, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য উজিরপুর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য।
কেন্দ্রীয় জাসদের (আম্বীয়া ) যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউনিয়ন ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদলের নামে এলাকায় চলছে প্রচার প্রচারণা, আলোচিত চেয়ারম্যান পদে প্রার্থীরা মনোনয়ন দাখিলে আগে এজেন্ট প্রশিক্ষনে প্রতিনিধি পাঠিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়।
উল্লেখ্য আগামী ৫ জুন অনুষ্ঠিত ভোটে উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৮৩ টি কেন্দ্রে প্রায় সোয়া দুই লক্ষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।