122 বার পঠিত
চাটখিল প্রতিনিধি> অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আবারো জনগণের রায় চাইলেন নোয়াখালী-১ (চাটখিল- সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার চাটখিল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় সভায় ২২ ডিসেম্বর (শুক্রবার) সকাল থেকে রাত পর্যন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি বলেন, আমি গত দশ বছর ধরে আপনাদের এমপি হিসেবে আছি, আমার আসনে অল্প কিছু উন্নয়নের বাকী আছে, আমি আবারও ক্ষমতায় আসলে (চাটখিল-সোনাইমুড়ী) আসনের অসমাপ্ত কাজ গুলো সম্পন্ন করতে আপনাদের সকলের রায় ও সহযোগিতা কামনা করছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ড. মোহাম্মদ ফারুক, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আজহার ইসলাম, এডভোকেট নাজমা কায়সার, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, সাবেক মেয়র মোহাম্মদ উল্যা, সাবেক ভিপি মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান খান বাবুল, সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, সাবেক প্যানেল মেয়র আহসান হাবিব সমীর, জেলা যুবলীগের সদস্য রিয়াজ খান, সাবেক ছাত্র নেতা নজরুল দেওয়ান প্রমূখ।