105 বার পঠিত
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা>পটুয়াখালীর দশমিনায় ১কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার হাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত ইমরান আকন(২৬) ও ইমরান হাওলাদার (২৬) বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান এর নেতৃত্বে এস আই মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সদর ইউনিয়নের হাজিরহাট এলাকা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের ১কেজি গাজাসহ আটক করা হয়।
এ বিষয়ে দশমিনা থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য-গত সপ্তাহে থানা পুলিশের অভিযানে ৪কেজি গাজা উদ্ধার করা হয়েছে। এসময় ৭ মাদক কারবারিকে আটক করা হয়।