121 বার পঠিত
স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষ্যে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালী হয়েছে। শনিবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক মো. জোহর আলী র্যালীতে নেতৃত্ব দেন। র্যালীতে সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ বিভিন্ন স্তরের প্রায় এক হাজার লোক অংশ নেয়।
র্যালীটি বর্ণাঢ্য করতে বিভিন্ন রকমের বাদ্য যন্ত্র ও ব্যানার, প্লাকার্ড রাখা হয়। জেলা প্রশাসন আয়োজিত র্যালী শেষে ঝালকাঠি শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে বড় পর্দায় সেতু উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরী দেখানো হয়।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে আজ। আমরা দক্ষিণাঞ্চলের মানুষ খুব উচ্ছাসিত। ঝালকাঠিতে আদন্দের বন্যা বইছে। সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাত অবদি চলবে।’