90 বার পঠিত
চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি আটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান এনটিভি অনলাইনকে বলেন, একজন আইনজীবী বিষয়টি আদালতের নজরে আনলে আদালত সকল শিক্ষা প্রতিষ্ঠান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছেন। একই সময়ে কোন পরীক্ষা থাকলে তাও বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।এর আগে চলমান তাপপ্রবাহে ১৮ জনের মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী মনির উদ্দিন।