114 বার পঠিত
সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি> রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম আকন্দ পাড়া দানাদার ফসল কৃষক গ্রুপের সদস্যদের মোটিভেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার আকন্দ বাড়ির উঠনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অধিপ্তরের এসএপিপিও সাদেক হোসেন।
আরও বক্তব্য দেন বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, উপ-সহকারি কৃষি কর্মকতা নুরুল হুদা, ফরহাদ হোসেন, ইয়াকুব আলী প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন ফসল চাষাবাদ সংক্রান্ত এবং কৃষক গ্রুপের সঞ্চায় জমা করার বিষয়ে আলোচনা করা হয়।পরে গ্রুপের একজন সদস্য মৃত্যুবরণ করায় তার জন্য দোয়া করা হয়।