141 বার পঠিত
পাবনা প্রতিনিধি> সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ ইমাম হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। আটক ইমাম চাঁদপুরের কঁচুয়া থানার করইশ গ্রামের ছফিউল্লার ছেলে। বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার সন্ধ্যার দিকে চান্দাইকোনার একটি ফিলিং স্টেশনের সামনে ওই মহাসড়কে নওগাঁ থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস থেকে ১৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় আটক যুবকের নামে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরো পড়ুনঃ মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন সাজা