142 বার পঠিত
সদরপুর প্রতিনিধি> গতকাল দুপুরে ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এটোর্নি জেনারেল (প্রসিকিউটর) সৈয়দ হায়দার আলী (দায়িত্ব প্রাপ্ত) সদরপুর উপজেলারনির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদারের সাথে সৈজন্য সাক্ষাৎ করেন।
এসময় সৈয়দ হায়দার আলী উপজেলা চত্তরে পৌছালে তাঁকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল।এর পর পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সৈয়দ হায়দার আলী উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে সৈজন্য সাক্ষাতে মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শিমুল তালুকদার, সদরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিয়া এবং উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
শিমুল তালুকদার