সম্প্রতি প্রাকৃতিক দুর্যগ জাওয়াদের কারনে স্থানীয় কৃষকের মুখে হাসি বিলিন হতে চললেও চলতি রবি মৌসুমে সদরপুর উপজেলায় সরিষা,
কালাই, পিয়াজ,রশুন, গম, ছোলা,মুশুরি, ধনিয়া, কালিজিরা, ভুট্রা সহ বিভিন্ন প্রকার রবি শস্য আবাদ করেছেন স্থানীয় কৃষকরা।
অনুকুল আভাওয়া আর সময়মত সার- বিজ প্রয়গ এবং স্থানীয় কৃষি অফিসের সার্বিক সহযোগীতার কারনে এবার উপজেলায় রবি শষ্যর
উৎপাদন আশাতীত হয়েছে বলে জানান স্থানীয় কৃষকরা। তবে অব্যাহত ঘন কুয়াশার কারনে রবি শস্যর উৎপাদন ব্যাহত হওয়ার শংকা
রয়েছে বলেও জানান স্থানীয় কৃষকরা। গত বছরের মধ্যে চলতি মৌসুমে সদরপুরে বিভিন্ন প্রকার রবি শস্যর বাজার মুল্য বেসি থাকার কারনে আশার আলো দেখছেন সদরপুরের কৃষকরা।