143 বার পঠিত
সদরপুর প্রতিনিধি>মানবিক সংগঠন সদরপুর এর উদ্যেগে ও সদরপুর উপজেলা ওয়ালামা পরিষদের আয়োজনে দুইদিন ব্যপি হিফজুল কোর’ আন তেলোয়াত প্রতিযোগীতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা দরবার হলে অনুষ্ঠিত দুইদিন ব্যপি হিফজুল কোর’আন প্রতিযোগীতায় মোট ৫৫ জন প্রতিযোগী অংশ গ্রহন করে।
গত শুক্রবার প্রতিযোগীতায় ৫৫ জনের মধ্যে থেকে ১০ জনকে বিশেষ ভাবে মনোনিত করা হয়। শনিবার দিনব্যাপি ১০ জনের মধ্য থেকে বাছাই করে প্রথম, দ্বিতীয়, ও তৃতিয় প্রতিযোগীকে স্বর্ণ পদক ও চতুর্থ থেকে দশম পর্যন্ত দের কে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
মানবিক সংগঠনের সভাপতি মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে ও মুফতি জাকির হোসেনের সঞ্চালনায় প্রথান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুফতি শফিকুল ইসলাম মাদানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথীরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।