247 বার পঠিত
যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বংগবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ ইং পালন উপলক্ষে ফরিদপুরের সদরপুরে সকাল ৯.৩০ মিনিটে জাতীর পিতার ম্যুরালে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ দরবার হলে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাশেলের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সহাকারী কমিশনার ( ভূমি) তানিয়া আক্তার। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও,সি) সুব্রত গোলদার সহ উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,সুশীল সমাজ ও গনমাধ্যম কর্মীরা। আজ সোমবার বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল শেষে কাংগালী ভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।