177 বার পঠিত
জামালপুর প্রতিনিধি> জামালপুরে শোকাবহ আগস্টের প্রথম দিবসে আওয়ামী লীগ ও তার সহযোগী
সংগঠন গুলো বিভিন্ন কর্মসূচী মধ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,জামালপুর জেলা শাখা স্থানীয় দয়াময়ী মোড় থেকে ১আগষ্ট সন্ধ্যা সাতটায় মোমবাতি প্রজ্জ্বলন ও আলোর মিছিলের বের কর।
মিছিলটি শহর প্রদক্ষিন শেষে বকুলতলাস্থ দলীয় কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শপথ গ্রহনের মধ্যদিয়ে কর্মসূচীর পালন করা হয়।
জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনির’র পরিচালনায় শপথ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন জেলা আওয়ামী স্বেচ্ছোসবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদ এবং এ সময় উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো: ছানোয়ার হোসেন ছানু, জামালপুর জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মো:সুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু ও জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান মো: আবুল হোসেনসহ জেলা ও পৌর স্বেচ্ছা এবং ওয়ার্ড স্বেচ্চাসেবক লীগের নেতৃবৃন্দ।