1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শিক্ষার্থীরা যেন পথভ্রষ্ট না হয় সেজন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে:রমেশ চন্দ্র সেন - দৈনিক দেশেরকথা
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম কাদের-নানক ও হারুনের তথ্য পেলেই গ্রেফতার: র‌্যাব ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু অক্টোবরের ৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ৫০ লাখ ডলার বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠন হচ্ছে:আসিফ মাহমুদ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা কিশোরগঞ্জে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা  মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নবগঠিত  কমিটির  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গলাচিপায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে র‍্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সদরপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

শিক্ষার্থীরা যেন পথভ্রষ্ট না হয় সেজন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে:রমেশ চন্দ্র সেন

আসিফ জামান
  • প্রকাশ রবিবার, ৯ জানুয়ারি, ২০২২

 156 বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি > বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। এসব শিক্ষার্থীদের খুব যত্নসহকারে দেখতে হবে। তারা যেন সবসময় লেখাপড়ার মধ্যে থাকে। কোন ভাবেই যেন শিক্ষার্থীরা পথভ্রষ্ট না হয় সেজন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে এবং শিক্ষার্থীদের সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। তাহলেই এসব শিক্ষার্থীদের মাধ্যমে আমরা একটি শিক্ষিত সমাজ প্রতিষ্ঠিত করতে পারবো।
রবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এ কথা বলেন।
সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। আর সে কাজের সুফল আমরাও পাচ্ছি। আমরা পুরো জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আর এই কাজটি শুধু একা সরকারের পক্ষে সম্ভব নয়, এরজন্য অভিভাবক ও সমাজকে দায়িত্ব নিতে হবে।
সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নেওয়ার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও পুলিশকে নির্দেশ দিয়েছেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন ।
তিনি বলেন, বর্তমান সরকারের অধিনে দেশ যখন এগিয়ে যাচ্ছে, আমরা যখন বিভিন্ন খাতে আমাদের দৃশ্যমান সাফল্যের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রশংসা অর্জন করছি। তখন একটি গোষ্ঠী দেশকে ধ্বংস করার পথ বেছে নিয়েছে। কোনভাবেই যেন সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যহত না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকটে অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park