145 বার পঠিত
আমতলী (বরগুনা) প্রতিনিধি>বরগুনার আমতলীতে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (১৩ নভেম্বর) আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডে আমতলী শাখার ব্যবস্থাপক মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ প্রধান অতিথি হিসেবে পৌর শহরের ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে নারিকেল ও আম গাছের চারা বিতরণ করেন। পরে প্রধান অতিথি উপজেলা পরিষদ কম্পাউন্ডের মধ্যেও গাছের চারা রোপন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও ব্যাংকের স্টাফরা উপস্থিত ছিলেন।