বেনাপোল প্রতিনিধি>যশোরের শার্শায় সাকিব নামে এক ইজিবাইক চালককের লাশ উদ্ধার করেছে শার্শা থানার পুলিশ।
মঙ্গলবার ১৮ই জানুয়ারি সকাল ৭ টার দিকে ধলদাহ বড়বাড়িয়া সড়কের পাশে মরদেহ পড়ে ছিল বলে স্থানীয়রা জানাই।
ঙ্গনিহত সাকিব(১৩) শার্শা উপজেলার গোগা কারিগরপাড়া গ্রামের শাকিলের ছেলে।
নিহতের নানা আকবর আলী বলেন, সাকিব ইজিবাইক নিয়ে গতকাল সোমবার দুপুরের পর বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পরে সাকিব বাড়িতে না আসলে তাকে ফোন দিলে তার সাথে একবার কথা হয়। সে বাড়িত আসতে দেরি করলে পরে আবার ফোন দিলে আর কথা কথা হয়নি । নানা আকবর আলীর,পরে সারারাত খোজাখুজি করেও তাকে আর পাওয়া যায়নি।
এ বিষয়ে সার্কেল এসপি জুয়েল ইমরান জানান, গতকাল সে ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হয়। আজ সকালে ধলদাহ মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ কাজ করছে কে বা কারা এমন ঘটনা ঘটালো সনাক্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে শার্শা থানায় মামলা রুজু করা হচ্ছে।ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।