129 বার পঠিত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দক্ষ যুব সমৃদ্ধি দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে (১ নভেম্বর সোমবার) সকালে উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গ থেকে এক র্যালী বের হয়ে উপজেলা সদরে প্রধান প্রধান রাস্তাগুলো প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির,যুব কর্মকর্তা ইকবাল কবির ভূঁইয়া,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন,সমাজ সেবা কর্মকর্তা তৈফিক আহমেদ,আইসিটি অফিসার মোঃ এমরাম,উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু,আ,লীগ নেতা সেলিম আখঞ্জি,যুবলীগ নেতা আবুল কাশেম,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ,সাংবাদিক তানভীর আহমেদ প্রমুখ।